Published November 16, 2023

সম্প্রতি সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে  রাজ্য সরকারি স্কুল সুবোধ সেন  স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয (Subodh Sen Memorial School for the Blinds)। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদন সংক্রান্ত  বিভিন্ন বিষয়গুলি জানুন এই প্রতিবেদনের মাধ্যমে।

পদের নাম: Assistant Teacher

মোট শূন্য পদ: ১ টি।

শিক্ষাগত যোগ্যতা:  আবেদন প্রার্থীর অতি অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রীর সঙ্গে দৃষ্টিহীন পড়ুয়াদের  শিক্ষাদানের জন্য প্রাপ্ত সার্টিফিকেট থাকতে হবে।

মাসিক বেতন: ৩৩,৪০০/- টাকা থেকে ৮৬,১০০/- টাকা

বয়সসীমা:  সর্বোচ্চ বয়স ৪০ বছর 

আবেদন পদ্ধতি: 

  1. শুধুমাত্র অফলাইনে আবেদন করা যাবে।
  2. আবেদনকারী প্রার্থীদের  তার নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ অন্যান্য যোগ্যতার কাগজপত্র একটি  মুখবন্ধ খামে ভরে  নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

The Chairman of Selection Committee,

Subodh Sen Smriti Dristihin Vidyalaya,

C/o- Sub Divisional Officer,

Alipurduar Sadar, Alipurduar Court,

Dist:- Alipurduar, 736122

West Bengal

আবেদনের শেষ তারিখ: 05/12/2023

আরো বিস্তারিত তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

Recent Posts