Published November 16, 2023

কালিম্পং শাখার  Indian Agricultural Research Institute এর ওয়েবসাইটে  রিসার্চ প্রজেক্ট এর জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে. প্রার্থী বাছায় হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে  এবং এই কাজটি একটি চুক্তিভিত্তিক কাজ। আবেদনের জন্য আবেদনকারীকে অতি অবশ্যই ভারতের নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা  হতে হবে।   নিয়োগ সংক্রান্ত সকল বিষয়গুলি বিস্তারিতভাবে  জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। (IARI Recruitment)

নোটিশ নং: F/106(DST)/2023-24/37

পদের নাম: Lab Assistant

শূন্যপদ: 1 টি

আবেদনকারীর যোগ্যতা:

  1. আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান বিভাগের যে কোনো একটি বিষয়ে  উত্তীর্ণ হতে হবে।
  2. প্রার্থীর সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
  3. প্রার্থীর বাংলা অথবা নেপালি ভাষায় জ্ঞান থাকা আবশ্যক।

মাসিক বেতন: 20,000/- টাকা  

নিয়োগ পদ্ধতি:

যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে।

বিঃ দ্রঃ: ইন্টারভিউ এর দিন  প্রার্থীকে নির্দিষ্ট ঠিকানায় নিজের যাবতীয় কাগজপত্র এবং  দু কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে পৌঁছে যেতে হবে।

ইন্টারভিউয়ের ঠিকানা:

Training Hall, ICAR-IARI Regional Station, Kalimpong, West Bengal

ইন্টারভিউ এর তারিখ সময়:

16/11/2023 তারিখে সকাল ১০ টা থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি আরো বিস্তারিত ভাবে জানতে  প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখুন। 

Recent Posts