যে সমস্ত চাকরি প্রার্থীরা শিক্ষাক্ষেত্রে চাকরি করতে চান তাদের জন্য একটি সুখবর। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন থেকে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫শে সেপ্টেম্বর এর মধ্যে আবেদন করতে পারেন। প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে জানুন।
পদের নাম:
কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) এর পক্ষ থেকে যেসব পদে প্রার্থী নিয়োগ করা হবে সেগুলি হল PGT, TGT এবং কাউন্সেলর।
শূন্যপদের সংখ্যা:
শূন্যপদের কোনো নির্দিষ্ট সংখ্যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
মাসিক বেতন:
পদ অনুযায়ী প্রতি মাসের বেতন নিচে উল্লেখ করা হলো:
- PGT – ২৭,৫০০/- টাকা
- TGT- ২৬,২৫০/- টাকা
- কাউন্সেলর – ২৬,৫০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা:
পদগুলির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নিচে দেওয়া হল:
- PGT- প্রার্থীর একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট পদে মাস্টার ডিগ্রী এবং সঙ্গে বি. এড ডিগ্রী থাকতে হবে।
- TGT- প্রার্থীর একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রী এবং CTET থাকতে হবে।
- কাউন্সেলর – প্রার্থীকে একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.A/B.Sc (মনোবিজ্ঞান) সহ সার্টিফিকেট বা ডিপ্লোমা করে থাকতে হবে।
বয়স সীমা:
আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি:
এই পদগুলির জন্য প্রার্থী নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। ইন্টারভিউয়ের দিন প্রার্থীকে দরকারি নথিপত্র গুলির জেরক্স কপি ও হার্ড কপি নিয়ে সঠিক ঠিকানায় উপস্থিত থাকতে হবে।
ইন্টারভিউ এর তারিখ:
২৫/০৯/২০২৪, সকাল ১০ টা
ইন্টারভিউয়ের ঠিকানা:
কেন্দ্রীয় বিদ্যালয়, পানাগড়, জেলা পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ
আরো অন্যান্য চাকরি সংক্রান্ত খবর জানতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে।