Published June 4, 2024

AIIMS Kalyani তে জুনিয়র রিসার্চ ফেলো পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদের নির্ধারিত মাসিক বেতন ২৮ হাজার টাকা। আবেদনে আগ্রহী প্রার্থীরা আবেদন সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে প্রতিবেদনটি ভালোভাবে পড়ুন।

শূন্য পদের নাম:

AIIMS Kalyani তে জুনিয়র রিসার্চ ফেলো।

শূন্য পদের সংখ্যা:

১ টি।

শিক্ষাগত যোগ্যতা:

AIIMS Kalyani এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এই পদে আবেদনকারী প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে বিডিএস (BDS) সম্পন্ন করতে হবে।

বয়সসীমা:

সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছরের মধ্যে হতে হবে।

বেতন কাঠামো:

এই পদের জন্য নির্ধারিত মাসিক বেতন ২৮ হাজার টাকা।

আবেদন পদ্ধতি:

প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে এবং আগামী ১/৭/২০২৪ তারিখে ইন্টারভিউটি নেওয়া হবে। ঐদিন প্রার্থীকে তার সম্পূর্ণ বায়োডাটা এবং অন্যান্য স্ব-প্রত্যয়িত নথিপত্র নিয়ে উল্লেখিত ঠিকানায় সকাল দশটার আগে পৌঁছে যেতে হবে।

ইন্টারভিউ এর ঠিকানা:

Department of Dentistry, AIIMS Kalyani, West Bengal, India

আবেদন মূল্য:

AIIMS Kalyani এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কোন আবেদন মূল্য দিতে হবে না।

অফিসিয়াল ওয়েবসাইট:

aiimskalyani.edu.in

Recent Posts