চাকরি প্রার্থীদের জন্য সুখবর। অ্যাক্সিস ব্যাংক বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই পদগুলির জন্য নির্ধারিত মাসিক বেতন ১২,৫৫৬/- থেকে ২০,৭৮৯/- টাকা। আবেদন করার জন্য অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলি বিশদে জানতে প্রতিবেদনটি ভালোভাবে পড়ুন।
শূন্যপদের নাম:
ডাটা এন্ট্রি অপারেটর, রিলেশনশিপ অফিসার, ব্রাঞ্চ ব্যাঙ্কিং এক্সিকিউটিভ, ব্যাঙ্কিং অপারেশন এন্ড কাস্টমার সার্ভিস, ফাইন্যান্স এন্ড একাউন্ট, ব্যাক অফিস এক্সিকিউটিভ, কাস্টমার সার্ভিস অফিসার।
বয়সসীমা:
১৮ বছর থেকে ৩২ বছর।
বেতন কাঠামো:
পদগুলির জন্য নির্ধারিত মাসিক বেতন ১২,৫৫৬/- থেকে ২০,৭৮৯/- টাকা।
আবেদন পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীরা ইমেইল এবং মোবাইল নাম্বারের ভিত্তিতে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি 9679813246 / 8420199830, bankinghub.hr04@Gmail.com
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:
1. মাধ্যমিকের এডমিট কার্ড ও মার্কশিট
2. উচ্চ মাধ্যমিকের মার্কশিট
3. স্নাতকোত্তর করে থাকলে সে ক্ষেত্রে স্নাতকোত্তর মার্কশিট
4. প্যান কার্ড, ভোটার কার্ড ও আধার কার্ড
5. পাসপোর্ট সাইজ ফটো
6. চাকরি প্রার্থীদের নিজস্ব বায়োডাটা
নিয়োগ পদ্ধতি:
প্রার্থী বাছাই করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।
অফিসিয়াল ওয়েবসাইট:
www.ncs.gov.in
আবেদন করার পূর্বে অফিসিয়াল ওয়েবসাইটটি ভালোভাবে দেখুন।