Published October 4, 2024

মাধ্যমিক পাস করা সকল চাকরিপ্রার্থীদের জন্য একটি সুখবর। কেন্দ্রীয় সরকারের নাবার্ড-এর পক্ষ থেকে মাধ্যমিক পাস করা প্রার্থীদের জন্য গ্রুপ সি বিভাগের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্রুপ সি বিভাগের অফিস অ্যাটেনডেন্ট পদে ১০০ এর বেশি কর্মী নিয়োগ করা হবে। আবেদন করার জন্য প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে। আবেদন সংক্রান্ত অন্যান্য বিষয় যেমন – বয়স, আবেদন পদ্ধতি, যোগ্যতা ইত্যাদি সম্পর্কে বিশদে জানতে আবেদন প্রার্থীরা সম্পূর্ণ প্রতিবেদনটি ভালোভাবে পড়ুন।

পদের নাম:

নাবার্ড এর পক্ষ থেকে গ্রুপ সি বিভাগের অফিস অ্যাটেনডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্য পদ:

অফিস অ্যাটেনডেন্ট এর মোট শূন্য পদের সংখ্যা ১০৮ টি।

  • জেনারেল- ৫৪ টি
  • ওবিসি- ২৮ টি
  • এসসি- ০৪ টি
  • এসটি- ১২ টি
  • ইডব্লিউএস- ১০ টি

মাসিক বেতন:

অফিস অ্যাটেনডেন্ট পদে কর্মরত প্রার্থীদের মাসিক নির্ধারিত বেতন হবে ১০,৯০০/- টাকা থেকে ৩৫,০০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদন করার জন্য আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে।

বয়স সীমা:

আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি:

এই পদের জন্য আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে তাদের নাবার্ড এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে এবং ক্যারিয়ার অপ্সনে ক্লিক করে এপ্লিকেশন ফর্মের পেজে যেতে হবে। এবার প্রার্থীদের আবেদন ফর্মটি নিজের তথ্য দিয়ে নির্ভুলভাবে ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করতে হবে। তারপর আবেদন মূল্য প্রদান করে, সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দেবেন।

আবেদন মূল্য:

  • জেনারেল- ৫০০/- টাকা।
  • এসসি/এসটি/ওবিসি/ইডাব্লিউএস/পিডব্লিউডি- ৫০/- টাকা।

নিয়োগ পদ্ধতি:

এই পদের জন্য প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা ও যোগ্যতার প্রকৃতির ভাষা দক্ষতা পরীক্ষার মাধ্যমে।

চাকরি সংক্রান্ত অন্যান্য খবরের জন্য নজর রাখুন আমাদের ওয়েবসাইটে।

Recent Posts