Published May 22, 2024
Tags: BSF / job / Job Openings

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এ প্যারামেডিকেল স্টাফ, এসএমটি (Workshop), ভেটেরিনারি স্টাফ এবং ইন্সপেক্টর (লাইব্রেরিয়ান)  সহ বিভিন্ন গ্রুপ বি এবং সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন।

পদের নাম সংখ্যা:

  • প্যারামেডিকেল স্টাফ এর আন্ডারে এসআই (স্টাফ নার্স) এর শূন্য পদের সংখ্যা ১৪ টি।
  • গ্রুপ সি পোস্টের আন্ডারে এসআই (ল্যাব টেক) এর শূন্য পদের সংখ্যা ৩৮ টি এবং এএসআই (ফিজিও-থেরাপিস্ট) এর শূন্য পদের সংখ্যা ৪৭ টি।
  • এসএমটি ওয়ার্কশপ পোস্টে গ্রুপ বি-এর শূন্য পদ ৩ টি এবং গ্রুপ সি-এর ৩৪ টি।
  • ভেটেরিনারি স্টাফের হেড কনস্টেবল এর শূন্য পদের সংখ্যা ১ টি এবং কনস্টেবল-এর শূন্য পদের সংখ্যা ২ টি।
  • পরিদর্শক (লাইব্রেরিয়ান)-এর শূন্য পদের সংখ্যা ২ টি।

বয়সসীমা:

  • প্যারামেডিকেল স্টাফ এর আন্ডারে এসআই (স্টাফ নার্স)- ২১ থেকে ৩০ বছর
  • গ্রুপ সি পোস্টের আন্ডারে এসআই (ল্যাব টেক)- ১৮ থেকে ২৫ বছর
  • এএসআই (ফিজিও-থেরাপিস্ট)- ২০ থেকে ২৭ বছর
  • এসএমটি ওয়ার্কশপ পোস্টে গ্রুপ বি- ৩০ বছর এবং গ্রুপ সি- ১৮ থেকে ২৫ বছর
  • ভেটেরিনারি স্টাফের হেড কনস্টেবল – ১৮ থেকে ২৫ বছর
  • পরিদর্শক (লাইব্রেরিয়ান)- ৩০ বছর

নির্বাচন পদ্ধতি:

বিএসএফ গ্রুপ বি এবং সি পদের প্রার্থী বাছাই বিভিন্ন ধাপের মাধ্যমে হবে। প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে। তারপর PST এবং PET নেওয়া হবে। তারপর প্রার্থীর প্রযুক্তিগত যোগ্যতা জানার জন্য একটি ট্রেড বা স্কিল টেস্ট হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সবশেষে প্রার্থীর সামগ্রিক ক্ষমতার উপর ভিত্তি করে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য। নিয়োগ পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন।

আবেদন পদ্ধতি:

বিএসএফ গ্রুপ বি এবং সি পদে আবেদনের জন্য প্রথমে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে যোগ্যতা এবং শূন্য পদে বিবরণ ভালো করে দেখে নিন। তারপর প্রার্থীকে নিজের নাম রেজিস্ট্রেশন করে, অনলাইনের মাধ্যমে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে, আবেদন মূল্য প্রদান করে, ফর্ম সাবমিট করে দিতে হবে।

Official Website:

rectt.bsf.gov.in

Recent Posts