Published May 15, 2024

ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় থেকে সম্প্রসারণ অধিদপ্তরের যুগ্ম পরিচালক (Joint Director) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। কেন্দ্রীয় সরকারের এই চাকরি পদের জন্য প্রার্থীদের তাদের বর্তমান ক্যাডারে সাদৃশ্যপূর্ণ পদে থাকতে হবে অথবা প্রাসঙ্গিক গ্রেডে পাঁচ বছরের চাকরি করে থাকতে হবে। আবেদনকারীদের অবশ্যই কৃষি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে অথবা কৃষি সম্প্রসারন বা সংশ্লিষ্ট প্রোগ্রামের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম :

যুগ্ম পরিচালক/Joint Director (সম্প্রসারণ)

শূন্য পদের সংখ্যা :

শূন্যপদ ১ টি।

বেতন :

এই পদের আধিকারিকদের গ্রেড পে ৬৬০০ টাকা বা লেভেল-১১ অনুযায়ী ১৫,৬০০ থেকে ৩৯,১০০ (PB-3) টাকা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

এই পদে আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের কৃষি বা কৃষি সম্প্রসারণ বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা:

জয়েন্ট ডাইরেক্টর পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৫৬ বছর।

নির্বাচন প্রক্রিয়া:

যুগ্ম পরিচালক (সম্প্রসারণ) পদে নিয়োগের প্রক্রিয়া পরিচালিত করবে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়। প্রার্থী নিয়োগ করা হবে যোগ্যতার ভিত্তিতে। মূল্যায়ন করা হবে ইন্টারভিউ, লিখিত পরীক্ষা কিংবা নির্বাচন কমিটি দ্বারা উপযুক্ত মনে করা কোনো পদ্ধতির মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ:

এমপ্লয়মেন্ট নিউজ বা রোজগার সমাচারে বিজ্ঞাপন  প্রকাশিত তারিখ থেকে ৬০ দিনের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে।

আবেদনের ঠিকানা:

Smt. ডি. পনি, আন্ডার সেক্রেটারি (সম্প্রসারণ), রুম নং 17, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়, কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ, কৃষি ভবন, নয়াদিল্লি।

অফিসিয়াল ওয়েবসাইট:

agriwelfare.gov.in

আরো বিস্তারিতভাবে জানতে অফিসিয়াল ওয়েবসাইট এ নজর রাখুন।

এরকম আরও চাকরি সংক্রান্ত খবর জানতে, পড়তে থাকুন এবং আমাদের ওয়েবসাইটে নজর রাখুন।

Recent Posts