Published July 13, 2024

পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকুরী প্রার্থীদের জন্য সুখবর। AIIMS কল্যাণীর পক্ষ থেকে শতাধিক প্রফেসর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। PhD করে থাকা প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য যেমন আবেদন পদ্ধতি, বয়সসীমা, বেতন প্রভৃতি সম্পর্কে জানতে প্রতিবেদনটি ভালোভাবে পড়ুন।

নিয়োগ সংস্থা:

AIIMS কল্যাণী

শূন্য পদের নাম:

প্রফেসর ,অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর

মোট শূন্য পদের সংখ্যা:

১০১ টি

বেতন:

নির্ধারিত মাসিক বেতন ১,০১,৫০০/- টাকা থেকে ১,৬৮,৯০০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা:

এই পদের জন্য আবেদনকারীকে PhD কমপ্লিট করে থাকতে হবে।

বয়স সীমা:

আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৫০ অথবা ৫৮ বছরের মধ্যে থাকতে হবে। ওবিসি ও তফসিলি জাতির প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকছে।

আবেদন পদ্ধতি:

ইচ্ছুক আবেদনকারী প্রার্থীরা AIIMS কল্যাণীর প্রফেসর পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথমে AIIMS কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার অপশনে ক্লিক করুন।তারপর আবেদনের লিংকে ক্লিক করে  সমস্ত রকম প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন এবং অন্যান্য দরকারি ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করুন। সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করুন। এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন।

আবেদন মূল্য:

General/SC/ST/OBC/EWS- ৩,৪৫০/- টাকা

PWBD প্রার্থীদের কোনো আবেদন মূল্য লাগবে না।

আবেদনের শেষ তারিখ:

আবেদন শুরু হওয়ার ১৫ থেকে ৩০ দিন পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা শুরু হয়েছে গত ১০/০৭/২০২৪ তারিখ থেকে।

নিয়োগ পদ্ধতি:

নিয়োগ পদ্ধতি সম্পর্কে এখানে কিছু উল্লেখ করা নেই। তবে সম্ভবত প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে।

আবেদন সংক্রান্ত বিষয়ে বিশদে জানতে AIIMS কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইট aiimskalyani.edu.in -এ ক্লিক করুন।

অন্যান্য চাকরি সংক্রান্ত খবর জানতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে।

Recent Posts