Published June 28, 2024

মাধ্যমিক পাস করা সকল বেকার যুবক যুবতীদের জন্য একটি সুখবর। স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) এবং হাভালদার পদে ৮৩২৬ টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় যোগ্যতা, বয়সীমা এবং আবেদন সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিবেদনটি ভালোভাবে পড়ুন।

নিয়োগ সংস্থার নাম:

স্টাফ সিলেকশন কমিশন (SSC)

পদের নাম:

মাল্টি টাস্কিং স্টাফ (MTS) ও হাভালদার

শূন্য পদের সংখ্যা:

৮৩২৬ টি

চাকরির স্থান:

সারা ভারত

আবেদনের মাধ্যম:

অনলাইন

শিক্ষাগত যোগ্যতা:

এই পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারীকে একটি স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এ নিয়ে আরো বিস্তারিতভাবে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।

বয়সসীমা:

এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া এক্ষেত্রে বয়স শিথিলিকরণ রয়েছে:

SC/ST- ৫ বছর

OBC – ৩ বছর

PWBD – ১০ বছর

প্রাক্তন সৈনিক – ১৫ বছর

আবেদন পদ্ধতি:

ইচ্ছুক আবেদনকারী প্রার্থীদের আবেদন করার জন্য প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন লিঙ্ক এ ক্লিক করে মোবাইল এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। তারপর অনলাইন পেমেন্ট পদ্ধতির মাধ্যমে আবেদন ফি প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। ভবিষ্যতের রেফারেন্স এর জন্য আবেদনটি সম্পূর্ণ হওয়ার পর একটি প্রিন্ট আউট বের করে নেবেন।

আবেদন মূল্য:

General/OBC প্রার্থীদের জন্য ১০০ টাকা এবং SC/ST/PWD/ESM কোনো আবেদন মূল্য লাগবে না।

জরুরী তারিখ:

আবেদন শুরু: ২৭/০৬/২০২৪

আবেদন শেষ: ৩১/০৭/২০২৪

নিয়োগ পদ্ধতি:

মাল্টি টাস্কিং স্টাফ: প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

হাভালদার: এ পদের নির্বাচনটি দুটি পর্যায়ে করা হবে। প্রথম পর্যায়টি হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST) এবং দ্বিতীয় পর্যায়টি হবে শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)। পরীক্ষাগুলি পাস করার পর চাকরির জন্য প্রার্থী নির্বাচিত করা হবে

Recent Posts