Published April 22, 2024

দেশের স্নাতক সম্পন্ন করা আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য ভারতীয় রেলে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের  বিজ্ঞপ্তি জারি হয়েছে। শূন্য পদের সংখ্যা ৪৫২ টি। এই পদের জন্য নির্ধারিত মাসিক বেতন ৩৫, ৪০০ টাকা। এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীরা অন্যান্য বিষয় সম্পর্কে যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা ইত্যাদি বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

পদের নাম :

সাব ইন্সপেক্টর

শূন্য পদের সংখ্যা :

মোট ৪৫২ টি শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

আবেদনের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক (Graduate)।

বয়সসীমা (Age Limit):

আবেদনকারীর বয়স ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary):

সাব ইন্সপেকর পদে চাকরি পাওয়া প্রার্থীরা মাসিক ৩৫,৪০০ টাকা বেতন পাবে।

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীরা ভারতীয় রেলের সাব ইন্সপেক্টর পদে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীরা rrbapply.gov.in এ গিয়ে আবেদন লিংকে ক্লিক করবেন। তারপর নিজস্ব নাম ও ঠিকানা ইত্যাদি বিভিন্ন প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি নির্ভুলভাবে পূরণ করবেন। প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে এবং আবেদন মূল্য প্রদান করে, সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করবেন।

নির্বাচন প্রক্রিয়া:

ভারতী রেলের সাব ইন্সপেক্টর পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ তিনটি ধাপে করা হবে। প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা তারপরে শারীরিক দক্ষতা ও পরিমাপ পরীক্ষা এবং শেষে ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন ফী:

জেনারেল ও ওবিসি প্রার্থী: ৫০০/- টাকা

এসটি, এসসি ও PWBD প্রার্থী: ২৫০/- টাকা

আবেদনমূল্য প্রধান অনলাইন মাধ্যমে করতে হবে।

আবেদনের শেষ তারিখ:

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে ১৪ই মে ২০২৪ তারিখ তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরু-এর তারিখ:- ১৫ এপ্রিল ২০২৪

আবেদন শেষ-এর তারিখ: ১৪ মে ২০২৪

আরো বিস্তারিতভাবে জানতে অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in এ ক্লিক করুন।

এরকম আরও চাকরি সংক্রান্ত খবর জানতে, পড়তে থাকুন এবং আমাদের ওয়েবসাইটে নজর রাখুন।

Recent Posts